রাব্বি সরকার: নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই'র আঞ্চলিক কার্যালয়ে কর্মকর্তা কর্তৃক সার্ভিলেন্স অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) শিবপুর ও রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনার করা হয়।
শিবপুর উপজেলার কামরাব গ্রামের সেরা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত চানাচুর পন্যের অনুকূলে সিএম ও পিসিআর লাইসেন্স না থাকায় সতর্ক করা এবং লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়। যোশর বাজার নিহা ফুড প্রোডাক্টসের কেক পণ্যের সিএম লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়নের অনুরোধ করা হয় এবং পিসিআর সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
রায়পুরা উপজেলার চায়না গ্রেট ওয়াল ব্যাটারি কোম্পানিকে সিএম লাইসেন্স এবং পিসিআর লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়। রায়পুরার মরজালে এস বি ফুড ইন্ডাস্ট্রিজ নামীয় প্রতিষ্ঠানে সার্ভিলেন্স পরিচালনাকালে চানাচুর পন্যের সিএম লাইসেন্স পাওয়া যায়।
সেমাই, ললি পপ, নুডুলস পন্যের সিএম লাইসেন্স পাওয়া যায়নি এবং কোনো পিসিআর সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটিকে সকল পন্যের সিএম ও পিসিআর লাইসেন্স গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সহকারী পরিচালক (সিএম) মন্তোষ কুমার দাস এবং পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল এই অভিযানে অংশগ্রহণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান