নিজস্ব সংবাদদাতা
মানুষ মাত্রই নান্দনিকতার; সৌন্দর্যের পূজারী। রুচি, আধুনিকতা ও সৃজনশীলতা প্রকাশে তৎপর। খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, ভূমি ক্ষয় রোধ ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের উদ্ভিদ নির্ভরতা ক্রমশই বৃদ্ধি পাওয়ায় প্রকৃতি প্রেমীরা উদ্ভিদ সুরক্ষায় সদা তৎপর। এমন অনেক উদ্ভিদ আছে যেগুলো সৌন্দর্য্য বিকাশে, প্রকাশে অনায়াসে মানুষের হৃদয় মনকে দোলা দিয়ে যায়। এর মধ্যে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সৌন্দর্য্য পিয়াসী মানুষের মনে স্থায়ী আসন গড়েছে। তাই মনের মতো করে ঘর সাজাতে ও অন্যান্য প্রয়োজনে ক্যাকটাস উৎপাদন ও ব্যবহারের বিস্তৃতি বাড়ছে।
পুরো শরীল জুড়ে কাটা তার পড়েও কি যেন এক সৌন্দর্যের মাদগতা রঙ বে রঙের ফুল শোভা ছড়াচ্ছে চার পাশে।
লালমনিরহাটের পাটগ্রামে আতাউজ্জামান মাত্র ২ শতক জায়গায় বাণিজ্যিক ভাবে চাষ করেছে ক্যাকটাস।
সাকুলেন্ট, কাটা মুকুট এডেনিয়ামসহ ১৮০ প্রজাতির চারা আছে তার বাগানে। ৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। মরুভূমি ও পাহাড়ি উদ্ভিদ চাষ করে,প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করেন আতাউজ্জামান।
অনলাইনের পাশা পাশি স্থানীয় বৃক্ষ প্রেমী বাসিন্দারা বাগানে এসে নিজেই পছন্দ করে নিয়ে যান।