লালমনিরহাট (প্রতিনিধি)
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক করতোয়া কুরিয়ার সার্ভিস এর কার্গো কাভার্ড ভ্যানসহ তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছেন।
বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ৮.৩০ মিনিটে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে করতোয়া কুরিয়ার সার্ভিস এর একটি কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে গংগারহাট বিওপি হতে একটি বিশেষ টহল দল বড়বাড়ী এলাকায় রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ৯.১৫ মিনিটে উক্ত কাভার্ড ভ্যানটি আসতে দেখে টহল দল গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল গাড়ীটির পিছু ধাওয়া করতে থাকে। পরবর্তীতে গাড়িটি অদ্য ১৪ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকায় তিস্তা টোল প্লাজায় পৌছায় তখন টহল দল উক্ত গাড়ীটি আটক করতে সক্ষম হয় এবং গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে উন্নমানের শাড়ী-১৪৬৬ পিস অনুমানিক মূল্য ২,১৯,৯০,০০০ টাকা । প্যান্ট পিস-১০০০টি অনুমানিক মুল্য -১৫,০০,০০০ টাকা।
পাঞ্জাবী-১৪৭৯টি অনুমানিক মুল্য ৪৪,৩৭,০০০ টাকা।
কার্গো কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬)-০১টি ৪০,০০,০০০ টাকা
সর্বমোট সিজার মূল্য-৩,১৯,২৭,০০০/- (তিন কোটি ঊনিশ লক্ষ সাতাশ হাজার) টাকা।
এ বিষয়ে বিজেপি কর্তৃপক্ষ জানিয়েছেন,আটককৃত উক্ত মালামালে অমোচনীয় কালি দ্বারা সীল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।