(বগুড়া) প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলাতেও প্রতিমা বিসর্জনের মাধ্যমে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ছিল বিজয়া দশমী। এদিন সদর কেন্দ্রিক বিভিন্ন প্রতিমা বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বগুড়া জেলা পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সকল ধর্মের মানুষের সহযোগিতায় আনন্দ মুখর পরিবেশে শত-শত বছর ধরে সকল ধর্মের অনুসারীরা দেশের ইতিহাস ও সংস্কৃতিতে যুগ-যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে। তিনি আরো বলেন, বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসবটি ঘিরে সদা সক্রিয় ছিল বগুড়া জেলা পুলিশ। বগুড়া পুলিশ সুপার নিজেই প্রতিটি থানার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। এসময় তাঁর সঙ্গী হয়েছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল এএসপিগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।
নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশের প্রচেষ্টা ও দায়িত্বশীলতার জন্য সকল সদস্যকে পুলিশ সুপার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বগুড়াবাসীকে জানিয়েছেন সাদর অভিনন্দন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- ১৩১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ