(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড় জেলার সারিয়াকান্দিতে গলায় ফাঁস লেগে স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিমা আক্তার খেলার ছলে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত
ফাহিমা (১০) দেবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। সে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯ টার দিকে ফাহিমা রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে গিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সে মার যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান