বাংলার খবর২৪.কম : পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সেন্দা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে সেন্দা গ্রামের একটি বিলে মাছ ধরা নিয়ে সাদেকের এবং রাডুর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দুই পক্ষের দুই জন মারা যায়।
ওই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সেন্দা গ্রাম আবারো অশান্ত হয়ে উঠলে দুপুরের নাগাদ দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। এর মধ্যে মো. রাব্বানী এবং কুদ্দুস মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সেন্দা গ্রামে দাঙ্গা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।