খাজা রাশেদ,স্টাফ রিপোর্টার
দুর্ঘটনায় আহত হয়ে,হাসপাতালে ভর্তি মাদ্রাসা ছাত্রদের খোঁজ খবর নিলেন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার ( ১১অক্টোবর) বাদ মাগরিব
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে আহত মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
জানা যায়,লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত তিন টার দিকে মালবিহীন একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে প্রবেশ করে। এতে,মাদ্রাসার দেয়াল ভেঙে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ শিশু শিক্ষার্থী আহত হয়।
পরে,এলাকাবাসী সহ সেনাবাহিনীর সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে,দুর্ঘটনার সংবাদ পেয়ে আহত মাদ্রাসা শিক্ষার্থীদের সার্বিক খোজ খবর নিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যান।
এ সময়ে,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আঃ রহমান,সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম আরেফী,
শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি ফজলুল করিম শাহরিয়া,
শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মাজিদুল ইসলাম সহ সংগঠনের দায়িত্বশীল বৃন্দগণ উপস্থিত ছিলেন।