মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
রাজশাহীর দূর্গাপুরে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯অক্টোবর) দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআব্দুল আজিজ সরদার এর সভাপতিত্বে ও দুর্গাপুর ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃআজিজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃমহিদুল ইসলাম,ও মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন তারা হলেন,মোঃ সাহেদ আলী, প্রকাশ চন্দ্র প্রামানিক, রফিকুল ইসলাম,মোঃইউনুস আলী মোল্লা,মোসাঃআখতারী খানম,মোঃ আফজাল হোসেন, মোঃ সোহরাব হোসেন,সুব্রত কুমার,মোঃ হাবিবুর রহমান,জিল্লুর রহমান,মোঃ আব্দুল খালেক,মোঃ হেনা কবির সহ অনেকেই।
উল্লেখ্য ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলা অডিটেরিয়াম হলরুমে দাবা,পাইলট সরকারি হাইস্কুল মাঠে কাবাডি ও উপজেলা পুকুরে সাতাঁর খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে চারটি জোনের চ্যাম্পিয়ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রী গন অংশগ্রহণ করে।
কাবাডিতে আমগাছি সাহার-বানু উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও দাবা খেলায় ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হন বখতিয়ার পুর উচ্চ বিদ্যালয় ও মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
এছাড়াও সাঁতারে ২০০ মিটার মুক্ত সাঁতার ১০০ মিটার প্রজাপতি সাঁতার ৫০ মিটার চিৎ সাঁতারে আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয়, দেবীপুর উচ্চ বিদ্যালয়, গাউসুল আজম দাখিল মাদ্রাসা, কাঠালবাড়িয়া আবুল কাশেম স্কুল এন্ড কলেজ, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী গণ জয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতা শেষে দুপুর ২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান-অতিথি,সভাপতি সহ সকল অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
খেলাগুলি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ রুবেল হোসেন, ক্রীড়া শিক্ষক মোঃ এজাজুল হক, শিক্ষক আব্দুল্লাহ আল কাফি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান