বাংলার খবর২৪.কম : সাতক্ষীরার তালা উপজেলার ৭নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুককে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
রোববার একটি মামলায় সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ২ এর আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক গোলাম নবী তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গোলাম ফারুক তালার সুজনশাহা ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত শেখ কলিমুল্লাহর ছেলে ও জামায়াতের রোকন। রোববার দুপুরে পৃথক তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে একটি মামলায় জামিন ও দুটি মামলায় গ্রেফতার দেখান। তাকে জিআর ১৩/১৩ ও ৪/১৪ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয় ।
উল্লেখ্য ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি পাটকেলঘাটার ত্রিশমাইলে দুর্বৃত্তরা তৎকালীন পাটকেলঘাটা থানার ওসিকে মারপিট করে। এঘটনায় শতাধিক জামায়াত শিবির কর্মীর নামে মামলা করে পুলিশ। বর্তমানে এ মামলায় খলিশখালি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাসুম বিল্লাহসহ তিন জন কারাগারে আছেন।
আটককৃত চেয়ারম্যান গোলাম ফারুক জানান; রাজনৈতিক হয়রানি করতে তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান। লোকজন পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের হয়রানি মূলক মামলা করেছে।
এদিকে তালা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গাজী সুজায়েত আলী হয়রানিমূলক মিথ্যা মামলায় জামায়াত নেতাদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি নুরুল হুদা এক প্রতিবাদ বার্তায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চেয়ারম্যান গোলাম ফারুকসহ সকল জামায়াত নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান।