মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
আজ ০৯ অক্টোবর ২০২৪( বুধবার ) আনুমানিক ১১.৩০ মিনিটে কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর কর্তৃক লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোতামারী ইউনিয়নস্থ ০১টি এবং নওদাবাস ইউনিয়নস্থ ০৩টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন। উক্ত পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি পূজামন্ডপের বিভিন্ন নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামন্ডপের সার্বিক ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বলেন,কোন দুষ্কৃতিকারী যাতে পূজামন্ডপের কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে এবং টহল ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রত্যেক সদস্যদেরকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, পুরুষ ও মহিলাদের পূজা করার জন্য আলাদা ব্যবস্থা, সেচ্ছাসেবক দলের মাধ্যমে পূজামন্ডপ এলাকায় জনসাধারণের আসা-যাওয়া নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পূজামন্ডপ কমিটির সভাপতি ও সেক্রেটারীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত পরিদর্শনের সময় অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ আসিফুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান