খাজা রাশেদ,স্টাফ রিপোর্টার
লালমনিরহাটে পৌরসভার ৪ নং ওয়ার্ডের খোচাবাড়ি নজরুলটারী এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায়,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে
করেছে এলাকাবাসী।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের খোচাবাড়ি নজরুলটারী এলাকায় রুবি বেগম,লাইলী বেগম ও মনির হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
উক্ত
বিক্ষোভ ও
মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক নারী -পুরুষ অংশগ্রহণ করে অভিযুক্ত দুই নারী ও একজন পুরুষের নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ উচ্ছেদের দাবি করেন।
এলাকাবাসীর মধ্যে কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন,রুবি বেগম,লাইলী বেগম ও মনির হোসেন দীর্ঘদিন যাবত দেহব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন।
দিনের বিভিন্ন সময়ে খদ্দেররা তাদের বাড়িতে এসে অনৈতিক কাজে লিপ্ত হয় বলে তারা বলেন।
তারা আরও বলেন,এদের জন্য এলাকায় আমাদের ছেলেমেয়ে,পরিবার নিয়ে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।
বিভিন্ন সময়ে আমরা তাদের এসব অসামাজিক কাজ করতে নিষেধ করলে ভয়ভীতি, হুমকি প্রদানসহ এলাকার কয়েকজনের নামে
মিথ্যা মামলায় জড়িয়ে তাদের হয়রানির শিকার হতে হয়েছে।
নানান সময়ে ওদের কারণে আমাদের
এলাকার নাম বলতে বিব্রত হতে হয়।
তাই,বাধ্য হয়ে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ও উচ্ছেদের দাবিতে আমরা সকল এলাকাবাসীদের আজ রাস্তায় নামতে হয়েছে বলে তারা বলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান