খাজা রাশেদ,স্টাফ রিপোর্টার
সারাদেশে এ বছর মোট ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজার মহাষষ্ঠী। এরই মধ্য দিয়ে শুরু হলো পাঁচ দিনের এই উৎসব।
এদিন,
সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে থাকছে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা। এছাড়াও সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস।
লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আজ ৯ মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী,১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপরে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
শাস্ত্রমতে,এবা দেবীর আগমন ঘটছে দোলায়। এর অর্থ পৃথিবীতে রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোড়ায়। যার ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা ও অস্থিরতা দেখা দিতে পারে।
দেশব্যাপী এ বছর মোট ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উযাপিত হচ্ছে।
এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে ইতিমধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে ১ দিনসহ টানা ৪ দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ অনেকটা বাড়িয়ে দিয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।সেই সঙ্গে দায়িত্বপালন করবেন সেনাবাহিনীর সদস্যরাও।
এদিকে,সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাটেও আজ মোট ৪ শত ৬১ টি মন্ডবে ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু হীরালাল রায় বলেন,জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সকল প্রস্তুতি সম্পুর্ন হয়েছে।
আমরা সার্বক্ষণিক তদারকির মাধ্যমে
নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় দেখভাল করছি। জেলায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।