বাংলার খবর২৪.কম : ময়মনসিংহের গফরগাঁওয়ে একশ’ বস্তা নকল ধানবীজ আটক করেছে কৃষি বিভাগের কর্মকর্তারা। রোববার দুপুরে উপজেলা বিএডিসি কার্যালয়ের সামনে বিক্রির চেষ্টাকালে নকল ধানবীজ আটক করা হয়।
জানা যায়, উপজেলা কৃষি বিভাগের পাইকারী ডিলার ঈসমাইল হোসেন জামালপুর থেকে ২৮-২৯ জাতের ধানবীজ ক্রয় করে গফরগাঁওয়ে নিয়ে আসেন। রোববার দুপুরে উপজেলা বিএডিসি কার্যালয়ের সামনে খুচরা ডিলারদের কাছে বিক্রির চেষ্টা চালান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তার একশ’ বস্তা ধানবীজ আটক করে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নকল সন্দেহে এসব ধানবীজ আটক করা হয়েছে। পরীক্ষা-নীরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান