মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে লালমনিহাট জেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল সহ আশপাশের এলাকা গুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। বসতভিটা ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে মানুষজন জ্বলছে না চুলায় আগুন। দেখা দিয়েছে গো খাদ্যের সংকট, অনাহারে অর্ধাহারে ভিজে পোশাকে দিন কাটছে তাদের।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবর্ধন, দেওডোবা ও বারোঘরিয়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন এক্স ক্যাডেট ফোরাম (ই,সি,এফ) । এক্স- ক্যাডেটস ফোরাম (ই, সি, এফ) আদিতমারী উপজেলা সমাজসেবার মাধ্যমে প্রায় দুইশ পরিবারের মাঝে 'আপদকালীন আর্থিক সহায়তা' হিসেবে জনপ্রতি ১০০০ করে টাকা নগদ অর্থ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সমাজ সেবা কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আয়োজনে এক্স ক্যাডেটস ফোরামের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাগফি রেজা সিদ্দিক, বহি:পরামর্শক, রাজশাহী সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।) আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ রানা উপজেলা সমাজসেবা অফিসার আদিতমারী লালমনিরহাট, এবং প্রতিযশা চলচ্চিত্র পরিচালক জনাব খিজির হায়াত খান এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রাক্তন ক্যাডেটদের প্রতিনিধিরা বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ । আদিতমারীর যে স্থানগুলো বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে এ অর্থ বিতরণ করা হয়েছে এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। শুধু তাই নয় যাতায়াতের অসুবিধা হলে আমরা তিস্তার বন্যা কবলিত লোকজনের যাতায়াতের সুবিধার্থে নৌকা দেবার প্রতিশ্রুতি দিয়েছি।
এ বিষয়ে সাহায্য নিতে আসা বন্যা কবলিত গরিব, দুস্থ ও অসহায় লোকদের সাথে কথা বলে জানা যায়, তারা বেশ কিছুদিন থেকে, চুলায় রান্না করতে পারছে না তাই তারা ভালোভাবে খেতে পারছে না ভিজে কাপড় ও অনাহারে দিন কাটছে তাদের, গো খাদ্যের সংকট দেখা দিয়েছে, এমন দুঃসময়ে এরকম সহযোগিতা পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা সকলেই তাদের জন্য দোয়া করব।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান