(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর উপজেলার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় স্থানীয় খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হককে (৫৫) গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠিয়েছেন বলে জানান
শেরপুর থানা-পুলিশ। বগুড়া শেরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারখান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আয়নাল হক এজাহারভুক্ত আসামি। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালে দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা, ভাঙচুর করে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান রফিকুল ইসলামের দায়ের করা মামলা তদন্ত করে সঠিক আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে যারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে শুধু তাঁদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান