রশিদুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতা
প্রিয় মানুষকে যদি এখনও না বলে থাকে, আমি তোমাকে ভালোবাসি তবে আজই বলার দিন।
আজ প্রেমিক দিবস ৩ অক্টোবর বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। ক্যালেন্ডারের পাতায় প্রতিদিনই কোনো না কোনো দিবস থাকে। সেই দিবসের কোনটি খুব অদ্ভুত, কোনোটি মজার, আবার কোনোটি দরকারি।
জানা যায়, ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস উদযাপন করা হয়েছিল। কিন্তু দিবসটি জনপ্রিয় হতে শুরু করে ২০১৬ সাল থেকে।
সবার জীবনে একজন ভালো বন্ধু বা প্রেমিকের প্রয়োজনীয়তা আছে। যদিও প্রেমিক হওয়া সহজ কথা নয়। এজন্য কবি রুদ্র গোস্বামী লিখেছিলেন, ‘…প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়।’
প্রেমিক সেই যে সবসময় পাশে থাকে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। এমন একজন মানুষের জন্য ‘প্রেমিক দিবস’ উদযাপন করা যেতেই পারে। তাতে সম্পর্কের বন্ধনটা না হয় আরেকটু মজবুত হবে। আজ তাকে বুঝিয়ে দিতেই পারেন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য আজকের দিনটি অন্তত আলাদা করে রাখুন। নিশ্চয়ই সে খুশি হবে।
বয়ফ্রেন্ড দিবস উদযাপনের ভালো উপায় হলো, তার সঙ্গে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোথাও বসে একসঙ্গে খেতে পারেন। কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন।
স্কুল কলেজের ফাঁকা জায়গায় বন্ধু-বান্ধবী ছোট ভাই, বড় ভাই স্যার ম্যাডাম সবার চোখ ফাকি দিয়ে গল্প ও ভালোবাসার রোমাঞ্চ কথা বলা হয়।
আপনার জীবনে তার ছোট ছোট অবদান মনে করিয়ে ধন্যবাদ জানাতে পারেন। এটুকু প্রশংসা অবশ্যই সেই মানুষটা পাওয়ার যোগ্য। চাইলে তাকে পারফিউম কিংবা ঘড়ি দিতে পারেন। সে সঙ্গে গোলাপ দিতে যেনো ভুলবেন না। দিনটি স্মরণীয় করে রাখতে চাইলে প্রিয় মানুষটির হাতে হাত রেখে বলেই ফেলুন, আমি তোমাকে ভালোবাসি