বাংলার খবর২৪.কম : টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা ।
রোববার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমানা নির্ধারণকারী নাফনদীর সাবরাং আছারবনিয়া এলাকা হতে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সাবরাং আছারবনিয়া এলাকার নাফনদী হতে ৩ ব্যক্তি বাংলাদেশের স্থল ভাগের দিকে আসার পথে বিজিবি টহল দলকে দেখে দুটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা প্যাকেট দুটি উদ্ধার করে । প্যাকেট দুটিতে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহ পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান