বাংলার খবর২৪.কম:– ০২ আগস্ট ২০১৪: এবার বাগেরহাটে বিয়ের বৌভাত খেতে যাওযার আগে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাগেরহাট সদরের জয়গাচি এলাকা থেকে মেয়ের বিয়ের বৌ ভাত খেতে পিরোজ পুরের নাজির পুর উপজেলার রঘুনাথপুর যাওয়ার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের বৈটপুর এলাকার ফতেপুর ব্রিজের কাছে এ দূরঘটনা ঘটে । আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে ।
পুলিশ ও আহত যাত্রীরা জানায় বৌভাত খেতে যাওয়া সুন্দরবন পরিবহনটি বাগেরহাট সদরের ফতেপুর এলাকায় পৌছলে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে । দুটি বাসই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় । এখবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় । আহতরা হলো সাহেরা খাতুন (৭০), লামিয়া (৮), হামিদ (১২), আছুয়া (৪০), কাশেম (২৬ ), মুনসুর (৬০) , আখী (১০),লাভলী (৪০) , আরহাম (১৩) , রেজাউল (৩০) , হাফিজুর (৪০), নূরুল ইসলাম (৩০) ,জাহিদুল ইসলাম (৩৭) , মো : অহিদুল ইসলাম (৪০) । এদের মধ্যে গুরুতর সাহেরা, লামিয়া , নূরুল ইসলাম ও আছুয়া ।
এব্যাপারে বাগেরহাট মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খাঁন বাংলানিউজকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তার পুলিশ ও ফাসার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন ক্লিনিকে পাঠায়। এদের মধ্যে দু’ জনের অবস্থা বেশি গুরুত্বর।
এঘটনায় বাসের চালক বা হেলপার কাউকে আটক কারা না হলেও দূর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশ আটক করেছ