অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময় Logo নাটোরে আগাম জাতের আমন ধান কাটার ধুম  পড়ছে                      Logo রায়পুরা উপজেলায় ‘বিএসটিআই’ এর সার্ভিলেন্স অভিযান Logo বিএনপি নেতার বাড়ি ভাঙচুর,লুটপাট ১৪ মাস পর সাংবাদিকসহ ৫৭ জনের নামে মামলা! Logo জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমীতে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

পাটগ্রাম দহগ্রামে কমছে পানি, ভাঙনের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা দহগ্রামে পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দহগ্রাম-আঙ্গরপোতা প্লাবিত হয়।

এর মধ্যে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু এতেও কমেনি মানুষের কষ্ট, পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দহগ্রাম-আঙ্গরপোতার সকল পেশার মানুষজন।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিস্তায় পানি বেড়ে যাওয়া প্রায় ৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। বন্যাদুর্গত এলাকায় কয়েক হাজার হেক্টর জমির আমন ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে পানিতে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দহগ্রাম ইউনিয়নের চর নতুনবাজার পশ্চিমবাড়ি গ্রামের কৃষক ফরিদুল বলেন, তিস্তাপাড়ে অসময়ে বন্যা পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘরের ভেতর এখন ৫/৭ ফুট পানি। বন্যার পানি নামছে। পানি নামার পর দেখা দিবে নদীভাঙন। আমন নিয়ে চিন্তিত নন তারা। তবে পানির নিচে তলিয়ে থাকা শাকসবজি নিয়ে চিন্তিত।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। মঙ্গলবারের মধ্যে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে।

লালমরিহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তিস্তাপাড়ে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা এলাকাগুলো থেকে পানি নেমে যাচ্ছে। আশা করি দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

পাটগ্রাম দহগ্রামে কমছে পানি, ভাঙনের আশঙ্কা

আপডেট টাইম : ০৮:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা দহগ্রামে পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দহগ্রাম-আঙ্গরপোতা প্লাবিত হয়।

এর মধ্যে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। কিন্তু এতেও কমেনি মানুষের কষ্ট, পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দহগ্রাম-আঙ্গরপোতার সকল পেশার মানুষজন।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিস্তায় পানি বেড়ে যাওয়া প্রায় ৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। বন্যাদুর্গত এলাকায় কয়েক হাজার হেক্টর জমির আমন ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে পানিতে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দহগ্রাম ইউনিয়নের চর নতুনবাজার পশ্চিমবাড়ি গ্রামের কৃষক ফরিদুল বলেন, তিস্তাপাড়ে অসময়ে বন্যা পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘরের ভেতর এখন ৫/৭ ফুট পানি। বন্যার পানি নামছে। পানি নামার পর দেখা দিবে নদীভাঙন। আমন নিয়ে চিন্তিত নন তারা। তবে পানির নিচে তলিয়ে থাকা শাকসবজি নিয়ে চিন্তিত।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। মঙ্গলবারের মধ্যে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে।

লালমরিহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তিস্তাপাড়ে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা এলাকাগুলো থেকে পানি নেমে যাচ্ছে। আশা করি দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি হবে।