গাজীপুর মহানগর প্রতিনিধি:
আজ রবিবার গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে। গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এ ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে, সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখা’র ব্যাংকিং লেনদেন শেষ করে, গাজীপুর কোর্ট বিল্ডিং এর মূল শাখায় ফেরার সময় ৪.৪০ মিনিটে রথখোলা নামক স্থানে পৌঁচলে ৫-৬ টি মোটরসাইকেল দিয়ে ছিন্তাইকারীরা ব্যাংকের গাড়ি আটকিয়ে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে উপশাখার ইনচার্জ আতিকা পারভীন, ক্যাশিয়ার ফারজানা শিমু ও আনসার সদস্য রাজু এবং আল-আমিনকে আহত করে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহত উপশাখার ইনচার্জ ও ক্যাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক গাজী শহিদুজ্জামান বলেন, মামলার প্রস্থতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান