(বগুড়া) প্রতিনিধি: র্যাব-১২ বগুড়া, সিপি,এসসি- ৩ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। বগুড়া জেলার মোকামতলা থেকে সাতমাথার দিকে দিকে আসা একটি সিএনজি গাড়িতে মাদকদ্রব্য বহন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ৮:১৫ মিনিটে
৭৯ বোতল ফেনসিডিলসহ মোছাঃ আয়েশা খাতুন (৩৬) এবং মোছাঃ বিথি খাতুন (৩৫) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া, সিপিএসসি-৩। র্যাব-১২ বগুড়া, সিপিএসসি-৩ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত( ২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ আরো জানান মাদকবিরোধী অভিযানিক দল শহরের নিশিন্দারা ইউনিয়নের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে ৭৯ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি সিমসহ আটক করে।
র্যাব-১২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান