স্বাধীন আলম নাটোর প্রতিনিধি
লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৭সেপ্টম্বর) রাতে উপজেলার লালপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনার প্রতিবাদে শনিবার বিকালে লালপুর উপজেলার ইউনিয়নের ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, জিটু (৩৫) ও টিপু (৩২) , শামীম(৩৮), ফারুক (২৬), মুনছুর (২৭), হানিফ (২০) সহ কয়েকজন সন্ত্রাসী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু কে মারপিট করেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হারুনার রশিদ পাপ্পু কে আহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় হারুনুর রশিদ পাপ্পু নিজেই বাদি হয়ে ৮ জন সহ আরও ২/৩ জন অজ্ঞাতের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো জিটু ইসলাম, টিপু ইসলাম, রনি ইসলাম, টগর হেসেন, শামীম হোসেন, মুনছুর রহমান, ফারুক হোসেন, হানিফ আলী প্রমূখ। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান