রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে সমাজ সেবামূলক 'একতা সংগঠন' এর অফিস উদ্বোধন, ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজ সেবায় আমরা একতাবাসী স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার ধানুয়া দক্ষিণ পাড়া অফিস প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী-শিশু, যুবক ও বয়স্ক সহ প্রায় ১০০ জন ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকরা জানান, বাচঁতে হলে প্রথম মতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমন সময়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে নারী সহ প্রাপ্ত-বয়স্ক ও এলাকাবাসীর সকলে অংশগ্রহনে চিকিৎসা সেবা নিচ্ছি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উচ্ছ্বসিত হবে।
অফিস উদ্বোধনী, ফ্রি মেডিকেল ক্যাম্প, দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ গুনী শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, একতা সংগঠনের সভাপতি মোঃ নাঈম শেখ, সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান