সিহাবুল আলম সম্রাট,রাজশাহী
রাজশাহী পুঠিয়ায় আবহ সাহিত্য ও সংস্কৃতিক সংসদ এর উদ্যোগে বানেশ্বরে এক সংস্কৃতিক হল রুমে উপজেলা পর্যায়ে নাত-ই-রাসুল প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগি দের নিয়ে, নাত-ই-রাসুল জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন (ক-গ্রুপ) চারঘাট উপজেলা থেকে মুহাম্মদ ইব্রাহিম, মোসা: তাসলিমা তাহসিন ও হাফিসা তাহসিন।
বাঘা পৌর থেকে মো: জুবায়ের হোসেন, মো: আবুল বাসার ও মোছা: আসমা খাতুন।
বাঘা উপজেলা থেকে মারিয়া জান্নাত, মোসা: তায়্যিবা ও মো: মাহিম।
পুঠিয়া উপজেলা থেকে মোসা: মারিয়া মো: মহিউদ্দিন ও নুসাইবা নুবাহ।
দূর্গাপুর উপজেলা থেকে তাহসিন ইমরান তুবা, আলী অহসান মুজাহিদ ও মো: মহিউদ্দিন
এবং খ- গ্রুপ চারঘাট উপজেলা থেকে মো: মুসতাকিন আহমেদ, মোসা: মোমিনুল ইসলাম ও মো: তাহসিন আহমেদ।
বাঘা পৌর থেকে মো: রাগিবুল ইসলাম, মো: মোহাম্মদ হোসাইন ও মো: পারভজ আলী।
বাঘা উপজেলা থেকে হা: আমিরুল ইসলাম, হা: সাকিব ও মো: সিয়াম।
পুঠিয়া উপজেলা থেকে মো: আসাদুল্লাহ্, তানজিদুর রহমান ও মুজাহিদ।
দূর্গাপুর উপজেলা থেকে নাকিব আল হাসান, রাজিন মোস্তফা ও সানাউল ইসলাম
উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন মো: শোয়েব আলী পরিচালক “আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ”, মোহাম্মদ জিয়ারুল হক সদস্য “আবহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ”, ও মমিনুল ইসলামসদস্য “আবহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ মিনহাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিদের অভিভাবক সহ আরো অনেকে।