(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার নন্দীগ্রামে ঘরের সিঁধ কেটে এক রাতে একই কৃষকের নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বৈলগ্রাম এলাকার মৃত হাতেম আলীর ছেলে বাবলু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পিছনের দেওয়াল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে গোয়ালে রাখা নয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ৩টি উন্নত জাতের গাভী, ৩টা ষাঁড়া বাছুর ও ৩টা বকনা ছিল। গরুগুলোর বর্তমান বাজারমূল্য ৯ লাখের বেশি বলে দাবি করেছেন কৃষক বাবলু মিয়া। গরুর মালিক বাবলু মিয়া জানান,বুধবার রাতে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়েন। মধ্যরাতে উঠে দেখেন বাড়ির পিছনের সিঁধ কাটা গোয়ালঘরে রাখা নয়টি গরু নেই। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরু গুলো এভাবেই চুরি, আমার সবশেষ হয়ে গেলো। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান। গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। গরু গুলো উদ্ধারের জন্য যোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান