(বগুড়া) প্রতিনিধিঃ-
ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন। শজিমেক হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাসুল (সা.) প্রেমিক ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অপরদিকে, দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা শহরের সাতমাথা মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর নবী হোসেন, বেলাল হোসেন, রাহাত, সাগর, আসাদুজ্জামান, ফজলে রাব্বি, মারুফ, মোমিনুল, আবু সায়েম, হৃদয়, পাপন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা, রাসুল (সা.) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। এসময় তারা জানান, রাসুল (সাঃ) আমাদের আদর্শ সেই রাসুলকে অবমাননা করা হয়েছে। এটা মুসলমান হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারি না। শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান