( বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন ও ডাস্টবিন স্থাপন করেছেন। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে। এ বিশ্ববিদ্যালয়টি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সেই উদ্যেশে কয়েকটি ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর নেতৃত্বে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গনে ০৮ টি ডাস্টবিন স্থাপন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল শিক্ষার্থীদের কে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মানবিক বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণের আশা প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন সহ সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
শিরোনাম :
ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন ও ডাস্টবিন স্থাপন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- ১৩১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ