কামরুল হাসান,গাইবান্ধা
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে স্বামীর মৃত্যুর ৬ বছর পরে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সন্তান প্রসব করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩) সেপ্টেম্বর তারাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তারাপুর ইউ পি সদস্য বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত সময়ে ঘটনা স্থলে যাই এবং খোঁজ খবর নিয়ে জানতে পারি ওই বিধবা নারীর সাথে তার দেবর শাহেদুল ইসলামের অবৈধ সম্পর্কের কারনে এমন ঘটনা ঘটে।পরে আমি ভুক্তভোগী নারীকে আইনী সহায়তা নেওয়ার পরামর্শ দেই।
জানা যায়, তারাপুর ইউনিয়নের তালের হাট এলাকার নবীর হোসেনের ছেলে মৃত রশিদ মিয়ার সাথে পারিবারিক ভাবে তারাপুর গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে
রাহেনা বেগম এর বিয়ে হয়।দুই সন্তানের জননী রাহেনা বেগম।রাহেনা বেগমের স্বামী রশিদ মিয়া ৬ বছর আগে ঢাকায় অবস্থান থাকাকালীন স্ট্রোক করে মৃত্যু হয়। এর পর থেকেই স্বামী রশিদ মিয়ার বাড়িতে থাকেন ৬ বছর ধরে।
ভুক্তভোগী রাহেনা বেগমের ভাই হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,আমার বোন রাহেনা স্বামীর বাড়ীতে থাকা অবস্থায়। দেবর শাহেদুল ইসলাম বিয়ের প্রলোভন এবং বিভিন্নভাবে ব্লাকমেইল করে তার সাথে অনৈতিক কাজ করতো। যার ফলাফল নবজাতক শিশুটি।
আমি এই ঘটনার সঠিক বিচারের দাবী করছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান