নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের প্রেসক্লাব পাটগ্রামে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব খুলতে যান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ। এ সময় তিনি মূল ফটকের তালা খুলে সভা কক্ষের দরজায় গিয়ে দেখেন দরজায় তালা লাগানোর স্থান লোহা কাটার যন্ত্রাংশ দিয়ে কেটে ফেলা। এ দরজা দিয়ে চোর ঢুকে সভা কক্ষের চেয়ার অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি টিউবওয়েল নিয়ে গেছে। ঘটনা দেখে সাধারণ সম্পাদক তাৎক্ষণিক পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল দেখেন। এসময় উপস্থিত সাংবাদিকেরা প্রেসক্লাবের এই চুরির ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে উদঘাটনে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ বলেন, প্রেসক্লাবের মত সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের তালা কেটে এ দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা বিস্মিত। এই চুরির ঘটনা উদঘাটন এবং চোরকে ধরতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) পি.এম মামুনুর রশিদ বলেন, প্রেসক্লাবের এই চুরির ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। চোরকে ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ক্লু পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান