নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউরা দাখিল মাদ্রাসায় জেলা জামায়াতের আয়োজনে দীর্ঘ ১৬ বছর পর এই সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা ০১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, পৌর আমীর মাসুদ আলম, জামায়াত নেতা একরামুল হক, শামসুল হক, সোহেল রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ বলেন, জামায়াত তিন’শ আসনে প্রার্থী দেবে কি-না তা কৌশলগত ভাবে বলা ঠিক হবে না। তবে আপনাদের সেই মানসিকতা নিয়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামীতে আওয়ামী লীগের যোগদান প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করবেন। কিন্তু
এখনই সমর্থক ফরম পুরণ করেই ঢালাওভাবে তাদের দলে নেওয়ার পক্ষে জামায়াত নেই। এছাড়াও দীর্ঘ সময়ের বক্তব্যে তিনি রুকনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। উল্লেখ্য, পাটগ্রাম উপজেলা জামায়াতের এই রুকন সমাবেশ দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান