কামরুল হাসান,গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে কথিত এক দাইনার্স চিকিৎসকের ভুল চিকিৎসায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রসূতি মা মন্জুরী আক্তার হরিপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে
প্রসূতি মায়ের পরিবার জানায়, গত শুক্রবার সকালে মন্জুরী আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। এ সময় সন্তান প্রসব করানোর জন্য দাইনার্স প্রশিক্ষণপ্রাপ্ত ইলমিহি তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় মন্জুরীর বাড়িতে। সেখানে তিনি মন্জুরীর স্বাভাবিক প্রসবের চেষ্টা চালান। এ সময় তাৎক্ষণিক কিছু ওষুধ এবং টিকা প্রয়োগ করেন। এবং বলেন কয়েক ঘণ্টা সময় লাগবে বাচ্চা প্রসব করতে।
পরে ওই নারী মন্জুরীর অবস্থা ভয়াবহ হলে দ্রুত সারা হাসপাতালে ভর্তি করান। সেখানে গেলে বাচ্চা প্রসবের পর কোন রেসপন্স না পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন
সারা হাসপাতালের পরিচালক ছাবেদ আলী মন্ডল সবুজ জানান, বাচ্চা আরো কয়েকদিন আগে ডেলিভারীর দরকার ছিলো। তাহলে বাচ্চাটিকে বাঁচানো যেতে।
এ বিষয়ে জানতে চাইলে কথিত দাইনার্স চিকিৎসক ইলমিহি আক্তার বলেন, ‘আমি প্রশিক্ষণপ্রাপ্ত। সুন্দরভাবে বাচ্চা প্রসব করার চেষ্টা করেছিলাম, পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যেতে বলি। আমি কোনো ভুল চিকিৎসা করিনি।’
এদিকে আনোয়ার হোসেনসহ প্রসূতি মায়ের স্বজনরা নবজাতককে হারিয়ে পাগলপ্রায়। আনোয়ার হোসেনের দাবি, ইলমিহি আক্তারের ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।
এদিকে হরিপুরের ব্যাপাড়ী পাড়ার বাসিন্দা মোছাঃ ববিতা বলেন , আমার সন্তান প্রসবের সময় আমি সুস্থ ছিলাম, কিন্তু কথিত এই দাইনার্স আমার কাছ থেকে আমার অবস্থান না জেনেই,কয়েকটি টিকা এবং ঔষধ ব্যবহার করেন।যায় কারনে আমার সন্তানটি মারা যায়
অন্য দিকে মাদারীপাড়ার বাবলু মিয়া বলেন,
আমার স্ত্রীর সাময়িক সমস্যার কারণে ইলমিহি কে ডাকলে তিনি ভুল চিকিৎসা প্রধান করেন,
পরে অন্য ডাঃ ডেকে এনে আমার স্ত্রী কে সুস্থ করি।
খোঁজ নিয়ে জানা গেছে, ইলমিহি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না। তিনি তার এলাকায় নিজস্ব চেম্বারে রোগী দেখেন। একজন অনভিজ্ঞ দাইনার্স হয়ে এলাকায় সেবাপ্রদান করেন।যার ফলে বেশীরভাগ মা ও নবজাতকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।