বাংলার খবর২৪.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রুপের উপর সাংগঠনিক সম্পাদক নুরনবী গ্রুপের হামলার ঘটনায় ছাত্রলীগের ২৩ নেতাকর্মীকে বাহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এদের মধ্যে ৫ জনকে আজীবন, ৭ জনকে ২ বছর ও ৫ জনকে এক বছরসহ বাকীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
সিন্ডিকেট সূত্রে জানা যায়; আজীবন বহিষ্কৃতরা হলেন; ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহ-সম্পাদক ইসতিয়াক আহমেদ বিজয় (রসায়ন বিভাগ), মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ (নৃবিজ্ঞান বিভাগ) ও ছাত্রলীগ কর্মী খায়রুজ্জামান সঞ্জয় (ইতিহাস বিভাগ), কিশোর দাশ (পদার্থ বিজ্ঞান বিভাগ।