গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। তিনি নানা অনিয়ম দুর্নীতি নিয়ে দাপটে সাথে কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ থাকার পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় তিনি এখনো বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন। আইন অনুযায়ী কোন ব্যক্তির মামলা থাকলে সেই মামলা শেষ না হওয়া পর্যন্ত ওই পদে সে বহাল থাকতে পারেন না। তার পিছনে এমন কে আছে, কে তাকে ইন্ধন দিচ্ছেন তা খতিয়ে দেখা খুবই জরুরী। হাসিনা সরকার পতনের পরও সে বিএনপি'র কতিপয় লোকের সাথে যোগাযোগ করে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতের টাকা ভুয়া ভাউচার বানিয়ে উঠিয়ে নিচ্ছেন। গাজীপুর সিটির প্রকৌশলী দেলোয়ারের স্ত্রীকে তিনি বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন দিয়ে আসছেন। কিন্তুু কোন অদৃশ্য শক্তির ইশারায় তিনি এসব দাপট দেখাচ্ছেন তা খতিয়ে দেখবেন বর্তমান প্রশাসক।গাজীপুর সিটি কর্পোরেশন এ
হিসাব শাখায় চাকরি করে আলাদীন এর চেরাগ হাতে পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন এর হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। হিসাব শাখায় কর্মরত থাকলেও সিটি কর্পোরেশন এর প্রতিটি শাখায় তার একচ্ছত্র আধিপত্য বিস্তার রয়েছে । সাবেক মেয়র ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম এর প্রভাবকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অবৈধ সম্পদ অর্জন করে তিনি কানাডায় বানিয়েছেন আলিশান বাড়ি।
উল্লেখ্য ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে যোগদান করেন এস এম গোলাম কিবরিয়া। এরপর ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পরে তৎকালীন রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সিটি কর্পোরেশনে অন্য কর্মকর্তা কর্মচারীদের কাছে রীতিমতো তিনি ত্রাসে পরিণত হন।
ভুয়া ভাউচার তৈরি করে অবৈধভাবে হাতিয়ে নেন রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ। দুর্নীতি দমন কমিশন থেকে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এর অভিযোগ উঠে। তার বিরুদ্ধে ভুয়া ভাউচার ও চেক জালিয়াতির তদন্ত শুরু হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় কিবরিয়া। জেলও খাটেন তিনি। এরপর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ২০১৮ সালে মেয়র হলে তার ছত্রছায়ায় পুনরায় হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পায় এসএম কিবরিয়া । এরপর থেকে কিবরিয়া সিটি কর্পোরেশন এ ত্রাসের রাজত্ব কায়েম করেন। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কিবরিয়া অফিসের অধস্তন কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করেন। তার ভয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারাও ভয়ে থাকেন ।
২০২০ সালে গাজীপুর সিটি কর্পোরেশন এর কোনাবাড়ী জোনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা মামলায় তার আগ্রাসী আচরণ যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে। সে দেলোয়ার হত্যা মামলার বাদী ও নিহত দেলোয়ার এর স্ত্রীকে মোবাইলে ফোনে হুমকি দিয়ে বলেন- মেয়র জাহাঙ্গীর ও মনির হোসেন এর নাম যেন ঐ হত্যা মামলায় জড়ানো না হয়। তার হুমকিতে মামলার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। প্রকৌশলী দেলোয়ার হত্যায় মূল ঘাতক আনিসুর রহমান ওরফে সেলিম দন্ডপ্রাপ্ত হলেও নির্দেশদাতা ও ইন্দনদাতারা পার পেয়ে যায় কিবরিয়ার ও ঊর্ধতন কর্তৃপক্ষের কারণে।
এরপর দুর্নীতি ও জাতির জনক বঙ্গবন্ধুর নামে কটুক্তির অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হলে তাকে পুবাইল জোনে বদলি করা হয়।
এরপর ২০২৪ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হলে, তার ছেলে জাহাঙ্গীর আলম উপদেষ্টা মনোনীত হন। যার ফলে পুনরায় কিবরিয়ার আধিপত্য বিস্তার শুরু হয়। বড় বড় প্রকল্পের কমিশন বানিজ্য করে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ অর্থ। সিটি কর্পোরেশন এর বিভিন্ন শাখায় আধিপত্য বিস্তার করে অন্য কর্মকর্তা কর্মচারীদের কোনঠাসা করে রাখে এই নির্বাহী কর্মকর্তা।
মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত ক্যাডার অফিসারদের দাপ্তরিক খরচ বাদ দিতে শুরু করে নানা ধরনের টালবাহানা। হিসাব শাখার কর্মকর্তা হলেও কল্যাণ শাখা, জনসংযোগ শাখায় তার একচ্ছত্র আধিপত্য। নিজের মতো করে ভুয়া ভাউচার করে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ অর্থ। এমনকি সাংবাদিকদের জন্য মাসিক পঁচিশ হাজার টাকা আপ্যায়ন খরচ বুয়া ভাউচার দিয়ে উঠিয়ে নেন।
২০২৪ সালের ০৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার রাষ্ট্রের রাজত্ব থেমে নেই। ১৬ আগস্ট সরকারি প্রজ্ঞাপন এর মাধ্যমে ১২টি সিটি কর্পোরেশন এর মেয়র পদ বাতিল করার সংবাদ পাওয়া মাত্রই সিটি কর্পোরেশন এর হল রুম থেকে বিপুল পরিমাণ নথি কিবরিয়ার নেতৃত্বে কয়েকটি পিক আপ ও গাড়িতে সরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয় নেওয়া হয়। ঐ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধিরা টের পেয়ে ঘটনাস্থলে এসে এই অপতৎপরতা বন্ধ করে দেন । এর পর দিন সাবেক মেয়র জায়েদা খাতুনের ভূতাপেক্ষ স্বাকরে সিটি কর্পোরেশন এর আওতাধীন বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়া হয়।
সাবেক মেয়রের পতনের পর সিটি কর্পোরেশনের প্রশাসক এর দায়িত্বে আসেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) সাবিরুল ইসলাম।
কিন্তু তারপরও কিবরিয়ার রাজত্ব থেমে নেই। বর্তমানে বিএনপিপন্থী কিছু নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলে তার গ্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে।
তুচ্ছ কারণে, রাজনৈতিক বা মতাদর্শের কারণে নির্যাতিত কর্মকর্তা কর্মচারীরা কিবরিয়া অপকর্মের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এখন একটা গুঞ্জন উঠেছে চলতি বছরের নভেম্বর মাসে গোলাম কিবরিয়ার চাকরি জীবনের ২৫ বছর পূরণ হলে সে স্বপরিবারে কানাডা চলে যাবেন ।
এর আগে অবৈধ সম্পদ অর্জন এর মাধ্যমে কানাডায় তিনি বাড়ি, গাড়ি করে নিজের মেয়ের নাগরিকত্বও করে রেখেছেন । এখন বাকি থাকলো তার বিদেশ যাত্রা। তবে অদৌ কি সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা এই দুর্নীতির বরপুত্র থেকে পরিত্রাণ পাবে!
সিটি কর্পোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান- দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে সারাদেশে যেখানে দুর্নীতিবাজদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা হচ্ছে সেখানে কিবরিয়ার মত অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা উচিত। ভুয়া ভাউচারের জনক গাজীপুর সিটি কর্পোরেশন এর হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এর শিকড় কি খুবই শক্তিশালী? ধরাকে সরা জ্ঞান করা - দুর্নীর রাগববোয়াল এর কি কোন বিচার হবে না ? এ প্রশ্ন এখন গাজীপুর বাসীর প্রতিটি নাগরিক এর মাঝে বিরাজ করছে। গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের পক্ষ থেকে একটি দাবী উঠেছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে গাজীপুর সিটি থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু বিচারের মধ্যে আইনের আওতায় আনা হোক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান