(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন ও কোলা ইউনিয়ন এবং আধাইপুর ইউনিয়নে মেসার্স মিজান ট্রেডার্স,ভান্ডার পুর বাজারের জিতেন্দ্রনাথ ট্রেডার্স সহ বিভিন্ন সার, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন। কীটনাশক সার ও বীজের দোকানে কোন প্রকার ভেজাল কৃষিপণ্য বিক্রি এবং মালামাল ক্রয়-বিক্রয়ে সমস্যা ও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। । এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বিলাসবাড়ী ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান প্রমূখ। এছাড়াও পরিদর্শনকালে সারের মূল্য তালিকা টাঙানো, বীজ ও কীটনাশকের মেয়াদের ব্যাপারে দোকানিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে ব্যবসা না করতে পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশ প্রদান করেন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান