(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম,সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ২০(বিশ) বোতল ফেন্সিডিলসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছেন। বগুড়া জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৩ ঘটিকার সময় গোপন সোমবাতের ভিত্তিতে, সদর থানাধীন মাটিরডালি বিমান মোড়স্থ হোটেল মাহাথির এর সামনে রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী কালে আনাস এন্টারপ্রাইজ পরিবহন গাড়ী নং-ঢাকা মোট্রো-ব-১৪-৬৩৭৭ গাড়ী হইতে বিশ বোতল নিষিদ্ধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায় সাইকেল গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, লালমনিহাট জেলার হাতীবান্ধা থানার, মৃত দছি মামুদ জসিম উদ্দিনের ছেলে, আবুল হোসেন(৪৫) কে উল্লেখিত পরিমাণ ফেনসিডিসহ তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত হইতে ২০(বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান