নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৩নং জগৎবেড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভেরভেরিহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি), রংপুর সেক্টর ও স্থানীয় যুব সমাজের মাঝে একটি প্রীতি ভলিবল ম্যাচ এবং একই মাঠে সীমান্তের স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর সদর দপ্তর, রংপুরের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিজিবি সেক্টর কমান্ডার বলেন, যুবকরা হচ্ছে জাতির ভবিষ্যত। একটি সুস্থ যুব সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। খেলাধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার এবং নৈতিক শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম। মাদকাসক্তি সমাজের জন্য বড় হুমকি, যা তরুণদের জীবনের মানকে নষ্ট করে এবং পরিবার থেকে শুরু করে সমাজকেও ক্ষতিগ্রস্থ করে। এই ধরনের খেলার আয়োজন যুবকদের সঠিক পথে পরিচালিত করে, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
বিজিবি সেক্টর কমান্ডার প্রীতি ভলিবল ও মতবিনিময় সভায় অংশগ্রহণের পূর্বে স্থানীয় পূজা মন্ডপ পরিদর্শন এবং তাদের প্রতিনিধিগণের সাথে সাক্ষাত করে করেন এবং পূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলার খবর নেন।
তিনি বলেন, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে সমাজকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে সহায়তা করেছে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং জাতি এখানে মিলেমিশে একসাথে বসবাস করে। এই সম্প্রীতি বজায় রাখতে হলে, আমাদের পরস্পরের প্রতি সম্মান, সহনশীলতা এবং সহযোগিতা দেখাতে হবে।
তিনি আরও বলেন সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি প্রতিপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত পরিচালনা করে আসছে। সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণ যাতে হত্যার শিকার না হয় সে লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমেও সকলকে প্রেষণা প্রদান করা হচ্ছে। পরিশেষে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের বিজিবি তথা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য মনোভাব ব্যক্ত করেন। উপস্থিত খেলোয়াড়দের ও যুব সমাজকে উৎসাহ প্রদান করতে তিনি খেলাধুলার সামগ্রী হস্তান্তর করেন এবং উপহার প্রদান করেন। এছাড়াও তিনি স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে চারটি সিলিং ফ্যান প্রদান করেন।
উক্ত সভায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান