নিজস্ব সংবাদদাতা
বুড়িমারী থেকে রংপুর ও ঢাকা রুটে চলাচলকারী সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র সমাজ ও স্থানীয়রা।
লালমনিরহাটের পাটগ্রাম আলাউদ্দিন নগর রেল স্টেশনে রবিবার সকালে প্রায় এক ঘণ্টা ধরে বুড়িমারীগামী কমিউটার ট্রেন থামিয়ে এই অবস্থান কর্মসূচির জানান দেয় শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেওয়া মাহিদুল বলেন, স্টেশন সংলগ্ন কলেজ, মাদরাসা ও হাই স্কুল রয়েছে। দুইটি ইউনিয়ন থেকে প্রতিনিয়ত ১৫০-২০০ জন যাত্রী বাউড়া-পাটগ্রাম স্টেশন থেকে যাতায়াত করেন। বেশির ভাগ সময় যাত্রীরা বিভিন্ন মাধ্যমে বাউরা-পাটগ্রাম স্টেশন পৌঁছাতে বিড়ম্বনার স্বীকার হন। অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, শিশু ভ্রমনে বেশি ঝামেলায় পড়তে হয়। মাঝে মধ্যে অনেকেই যানবাহন সংকটের কারণে বাউরা-পাটগ্রাম স্টেশনে পৌঁছানের পূর্বেই ট্রেন স্টেশন থেকে চলে যায়। আমরা এই ভোগান্তি থেকে এলাকাবাসী মুক্তি চাই।
এক শিক্ষার্থী জানান, বর্তমানে বুড়িমারী থেকে ১টি লোকাল, ২টি কমিউটার ও ১টি আন্তঃনগর ট্রেন চালু থাকলেও আমাদের স্টেশনে শুধুমাত্র ১টি লোকাল ট্রেনের স্টপেজ আছে। যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, আন্দোলন চলাকালীন রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা রেলপথ থেকে সরে যান বলে জানান পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান