(নওগাঁ) প্রতিনিধি : আকিদা সুলতানা দিশা। সবেমাত্র ১০মশ্রেণীতে পড়ছেন। পড়া লেখা শেষ করে নিজের পায়ে দ্বাড়ানোর স্বপ্ন তার দুই চোখে। কিন্তুু এরই মধ্যে মরণব্যাধী ক্যান্সার ঘিরে ধরেছে দিশাকে। গত ১০মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি শারীরিকভাবে চরম অসুস্থ্যতায় ভেঙ্গে পরলেও অর্থাভাবে চিকিৎসা সেবা করাতে পারছেন না পরিবারের লোকজন। ফলে চোখের সামনেই তরুতাজা একটি প্রান ধীরে ধীরে নি:স্বেষ হয়ে যাচ্ছে। তাই দিশার সু-চিকি’সার জন্য সবার নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। দিশা নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। দিশার মা আদরি বিবি জানান তার মেয়ে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন। সে ৫ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন দিশা। কিন্তু তার মেয়ের হঠাৎ করেই গত
১০মাস আগে মাথা ঘুরে পরে যায়। এর পর থেকে ঘন ঘন গায়ে জ্বর আর মাথাঘুরে পরে যাবার ঘটনা বাড়তে থাকে। স্কুলে অথবা প্রাইভেট পড়তে গিয়েও দিশা
জ্ঞান হারিয়ে ফেলে। এর পর স্থানীয় চিকিৎসক দেখিয়ে শারীরিক দুর্বলতাসহ আনুসাঙ্গীক রোগের চিকিৎসা করেন। কিন্তুু এতে করে তার কোন উন্নতি না হওয়ায়
গত চার মাস আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরপরীক্ষা নিরিক্ষায় তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। এর পর ঢাকা পিজি হাসপাতালে ভর্তিকরালে সেখানেও পরীক্ষা নিরিক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পরে। ধার দেনা করে যে টাকা নিয়ে ঢাকায় গিয়েছিলেন তা মাত্র কয়েক দিনের ব্যবধানে শেষ হয়ে যায়। সেখানেকার চিকিৎসকরা জানিয়েছেন সম্ভব তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করাতে। কিন্তুু হতদরিদ্র এই পরিবার অর্থ অভাবে আর করাতে পারছেননা। আবার ভারতে নিয়ে যাবার প্রক্রিয়াও করতে পারছেননা। ফলেমেয়ের অসহ্য চরম যন্ত্রনা সহ্য করতে হচ্ছে পরিবারকে। দিশার মা আদরি বিবিজানান তাদের সংসার জীবনে একমাত্র কন্যা দিশা। তাদের আর কোন সন্তান নেই। বাড়ীতে মাথা গোঁজার মাত্র আড়াই শতক ঘরের জায়গা ছাড়া আর কোন জায়গা-জমিও নেই। তিনি জানান প্রতি মাসে অন্তত চার ব্যাগ করে রক্ত দিতে
হচ্ছে। পাশা পাশি ওষুধ কিনতে হচ্ছে। মেয়েকে বাঁচাতে চারদিক থেকে ধারদেনা করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। মা আদরি বিবি বলেছেন ভারতে চিকিৎসা করাতে যে পরিমানে টাকা ব্যয় হবে তা যোগান দেয়া কোন ভাবেই সম্ভব হচ্ছেনা। তাই মেয়ের জীবন বাঁচাতে সবার নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠাতে ** বিকাশ নাম্বার-০১৭৩৩ ৭৯১২৫৬ ** নগদ
একাউন্ট নাম্বার-০১৭২৬ ৯৮১৪৬১ *** জনতা ব্যাংক কর্পোরেট শাখা নওগাঁ-আদরি বিবি-একাউন্ট নাম্বার-০১০০২৫৮৯২৬৩৩৬,রাউটিং নাম্বার-১৩৫৬৪১২১৩।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান