লালমনিরহাট প্রতিনিধি:
ডিজেল, পেট্রোল ও অকটেন কম দেয়ার অভিযোগে লালমনিরহাটের আদিতমারীর ফাতেমা ফিলিং স্টেশন কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাটের জেলা কার্যালয়ের উপপরিচালক পরিচালক মাসুম উদ দৌলা এক অভিযানে এই জরিমানা করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় কয়েক জন ব্যবসায়ীকে সতর্কতা করে জরিমানা আূায় করেন।
অভিযানের বিষয়ে মাসুদৌলা জানান, ফাতেমা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে ৫ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার, ৫ লিটার পেট্রোলে ১৩০ মিলিলিটার ও ৫ লিটার অকটেনে ৪০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য আদিতমারী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান