নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙ্গে যাওয়া রাস্তা নির্মাণ মেরামত ও সংস্কার করে।
বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধরলা নদীর নিকটবর্তী জোড়া ব্রিজের উভয় পাশের এ্যাপ্রোচ সড়কের মাটি পানির স্রোতের কারণে ধস নামে। ফলে পার্শ্ববর্তী প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।
এতে সব প্রকারের যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার প্রায় ১০-১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত এবং জরুরি মূহুর্তে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীর খুবই অসুবিধার সম্মুখীন হয়।
বিষয়টি বিজিবিকে জানানো হলে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫ হাজার সিএফটি মাটি, ২টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক নির্মাণ করা হয়। এ ছাড়া ৫০টির বেশি বৃক্ষরোপণ ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ রাস্তা মেরামত ও সংস্কার করা হয়।
এ সময়ে বিজিবির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় ছাত্র-জনতা,গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান