রাব্বি সরকার: অব্যাহত ভয়াবহ লোডশেডিং ও ভুতুড়ে বিল সহ নানা কারণে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রোববার বিকালে কলেজ গেইট চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে বানিয়াদী রোডে অবস্থিত পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ ছাত্র জনতা জানান, শিবপুর জুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। তার উপর আবার ভুতুড়ে বিল ও হয়রানি। অফিসে কোনো সমস্যা নিয়ে গেলে কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন। তাদের এই যন্ত্রণায় অতিষ্ঠ শিবপুরবাসী। ফলে বাধ্য হয়ে তারা রোববার বিকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসে। আমরা বিদ্যুতের দুরবস্থা থেকে মুক্তি চাই।
ঘেরাও কর্মসূচি চলাকালে কয়েকজন সমন্বয়কের সাথে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সাইফুল আলম তার অফিস রুমে আলোচনায় বসেন। আলোচনা শেষে যে সিদ্ধান্ত হয় তা বিক্ষুব্ধ ছাত্র জনতার সামনে উপস্থাপন করেন তিনি। ছাত্রজনতার সামনে বক্তব্যে ডিজিএম সাইফুল আলম বলেন, আমি আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার সমাধান করবো। আর আমি উপরমহলে দাবি জানাবো যেনো শিবপুরে অন্তত ভালো বিদ্যুৎ দেয়া হয়। আমি তোমাদের সাথে খারাপ আচরণ করেছিলাম, তাই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আর এরকম হবে না।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুতিক সমস্যা সমাধান করতে না পারলে, স্ব ইচ্ছায় শিবপুর থেকে চলে যাবো।
এদিকে এক সপ্তাহের মধ্যে শিবপুরের বিদ্যুতিক সমস্যা সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্র জনতা।