নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামের স্বনামধন্য ও জনপ্রিয় এবং চিকিৎসা জগতের কিংবদন্তি গরীবের ডাক্তার (চিকিৎসক) নামে পরিচিত ডাক্তার প্রণব কুমার দাস (৬৭) ওরফে পিকেদাস বাবু মারা গেছেন। তিনি বার্ধক্যকজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাতটার দিকে পরলোকগমন করেন। ডাক্তার পিকেদাস বাবু লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবঃপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা। তিনি
১৯৯০ সালে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এখানে দীর্ঘদিন চিকিৎসাসেবা দিয়েছেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছে। শনিবার সন্ধ্যায় তাঁর নিজ বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শ্মশানে দাহ করা হয়।
তাঁর মৃত্যুতে পাটগ্রাম উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ২০১৪ সাল অবসর গ্রহণ করার পর স্থায়ী ভাবে পাটগ্রামে বসবাস করেন। তিনি সাদা মনের একজন চিকিৎসক ছিলেন। গরীব ও দুঃস্থ রোগীদের বিনা টাকায় চিকিৎসাসহ ওষুধ ক্রয়েও টাকা দিতেন।