বাংলার খবর২৪.কম : সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই কয়লাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক বন্দর সংলগ্ন বাঁশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বাঁশতলা গ্রামের খলিল মিয়ার ছেলে বাদল মিয়া (১৯) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে শফিকুল ইসলাম (২০)।
এসময় তাদের কাছ থেকে চোরাই পথে আসা এক মেট্রিক টন ভারতীয় কয়লা জব্দ করা হয়।
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় চোরাচালান দমন আইনে মামলা করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান