বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অসুস্থ মানুষের সেবা প্রদানে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ড.শফিকুল ইসলাম মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও: আব্দুল গনি, বাউফল উপজেলার জামায়াতে ইসলামী আমীর মাও: মোঃ রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি মাও: মোঃ ইসাহাক, ডা.জাকিয়া ফারহানা, ডা. মোঃ সাইদুর রহমান, ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার, ডায়াবেটিস রোগীদের মধ্যে তিন শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান