বগুড়া প্রতিনিধিঃ- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ায় বগুড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় বগুড়া জিলা স্কুলের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদ নেতা রেজাউল দিপন, ছাত্র অধিকার পরিষদের নেতা পলাশ সহ আরও অনেকে। এখন থেকে গণ অধিকার পরিষদ দেশে বিভিন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে অংশগ্রহণ করবেন তাদের প্রতিনিধিরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান