বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ আদালত-০৯-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দালালদের আটক করেন।
আটকরা হলেন- সবুজ মিয়া (৪২), মোহাম্মদ আলী হোসেন (৪৫), মো. ইয়াকুব আলী (৪২), মো. হারুন মিয়া (৩৬), মুহাম্মদ জসিম (৩৪), মো. রফিকুল ইসলাম কাজল (৩৫)। ছয় দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, ‘বিআরটিএ কার্যক্রমে ব্যাঘাত ঘটবে এমন কোনো অনৈতিক কাজ মেনে নিব না। আজ ছয় দালালকে হাতে-নাতে আটক করেছি।’ তিনি জানান, ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০-এর ১৮৬ ধারায় অপরাধ করায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান