নিজস্ব সংবাদদাতা
আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শুক্রবার পাটগ্রামের নাগরিক কমিটির আয়োজনে স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বুড়িমারী স্থলবন্দরসহ লালমনিরহাট জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের ১২ মার্চ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। কিন্তু এটি চলাচল করছে লালমনিরহাট সদর থেকে। উদ্বোধনের ৬ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকার পথে এ ট্রেন চলছে না।
এতে জেলার বাকি চারটি উপজেলার মানুষ বঞ্চিত থেকে যাচ্ছেন। সরাসরি বুড়িমারী থেকে ট্রেনটি দ্রুত চলাচল না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে জানান তারা। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজিব প্রধান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
হাফিজুল হক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল প্রমুখসহ জনসাধারণ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান