লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পিএফ আইটি ট্রেনিং সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে ৩ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট ( বৃহস্পতিবার)
পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের গুরুত্বারোপ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জহির ইমাম।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আইসিটি অফিসার মোঃ মোস্তফা চৌধুরী, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুল হক, পিএফ এর চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সের সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রফিট ফাউন্ডেশন এর আইটি প্রশিক্ষক মোঃ শাহাবুর আলম ও নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রফিট ফাউন্ডেশন ফ্রি ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম খুবই ভালো ও সুন্দর পরিবেশে সম্পুর্ন করছে।
আগামীতে আরো ব্যাপক ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করার উৎসাহ প্রদান সহ সহযোগীতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে,প্রশিক্ষণ কোর্স প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ২ জন প্রশিক্ষণার্থী সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন। প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান