(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা ও লোপাটের অভিযোগ এনে মাদ্রাসা সুপারসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের গুরটুপ নগর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, শিক্ষক আমজাদ হোসেন, আইসিটি শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহকারি নজরুল ইসলামের পদত্যাগ চেয়ে ২৫আগষ্ট রবিবার পাঁচমাইল এলাকায় ছাত্র-ছাত্রী অভিভাবকরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদে এসে শিক্ষকদের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগগুলো শোনেন। পরে অভিযোগগুলো লিখিতভাবে দাখিল করার পরামর্শ দেন এবং অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আস্বাস দেন। সেইসাথে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান ইউএনও নুসরাত জাহান বন্যা। শেষে উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান