(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। সোমবার ২৬ আগষ্ট সকালে জিলা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে বগুড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয় ও পূজা উদযাপন পরিষদ। এতে বগুড়া সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করেন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বগুড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয় ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডা. সুজিত কুমার তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান